Lyrink logo
Chord diagram for Am
Chord diagram for C
Chord diagram for F
Chord diagram for Em
Chord diagram for G
      [Intro]
Am C F Am C F C

[Verse 1]
Am         C
বহিছে ভুবনে আনন্দধারা
Am         C
বহিছে ভুবনে আনন্দধারা
Am
বহিছে ভুবনে
C   Em G Am C   Am        F  G    Am
দিনরজনী  কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে।।

[Chorus]
C        Am
আনন্দধারা বহিছে ভুবনে
C        Am
আনন্দধারা বহিছে ভুবনে

[Bridge]
C F Am F Am C F C Am C F 

[Verse 2]
Am              C     G
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া–
C   G  C   Am  C     Am
 সদা   দীপ্ত রহে অক্ষয় জ্যোতি–
                C
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া–
Am            C     F
সদা   দীপ্ত রহে অক্ষয় জ্যোতি–
Am          C
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে।

[Chorus]
Em     Am C     Am
আনন্দধারা   বহিছে ভুবনে
C  Am     C       F
আ নন্দধারা বহিছে ভুবনে

[Bridge]
Am C F C Am C F Am C Am C Am C F C Am F

[Verse 3]
Am            F
বসিয়া আছ কেন আপন-মনে,
Am       F
স্বার্থনিমগন কী কারণে ?
Am            F
বসিয়া আছ কেন আপন-মনে,
Am       F     C     Am  C G Am
স্বার্থনিমগন কী কা রণে ?

[Verse 4]
G  Em   Am C    G
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
Am                C       Am
চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
   C            F G
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
Am             C      Am
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে।

[Chorus]
G  Em Am   C    Am  F
আনন্দধারা   বহিছে ভুবনে
G  C Am Em C    Am   F
আ নন্দধারা   বহিছে ভুবনে

Am Em C         Am            C   F
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে।

G    Am      C     F
 আ  নন্দধারা   বহিছে ভুবনে
   Em  Am  C     Am
আ নন্দ  ধারা বহিছে ভুবনে



    

Source: https://tabs.ultimate-guitar.com/tab/rabindranath_tagore/anondo_dhara_chords_1918073

More songs by Rabindranath Tagore