Lyrink logo
Chord diagram for G
Chord diagram for D
Chord diagram for C
      [Intro]
G G D C
G G

[Verse]
 D      C      G
গত রাতে ছিলে ঘরে, বলে দিলেই
   D        C      G
ভেবোনা আমি বুঝিনা, ছিলে কই
  D     C        G
মনে গোপনে যতোনা কথা ঢাকছো
   D       C       G
তোমার চোখে দেয় বলে ইশারায়
    D       C G
আর নাহি লুকালে গভীর জলে,
  D        C      G
নিজের জালে নিজে ফেসে কী আমায়?
    D     C       G
দেখাতে চাও তুমি কতো নিকৃষ্ট?
   D     C      G
কতো মিছে করে গেছ অভিনয়
 D       C      G
গত রাতে ছিলে ঘরে, বলে দিয়েই
   D        C      G     D C
ভেবোনা আমি বুঝিনা, ছিলে কই
     G       D      C     G      D C
বলো এমন কী কখনও পারিনি দিতে তোমায়?
     G       D      C     G      D C
আদৌ জানতে যদি কতো ভালবেসেছি তোমায়

[Verse]
 D      C      G
আমি কখনো ভাবিনি ভালো নিজেকে
 D      C      G
তবে তুমি দিয়েছো করে নিরুপায়,
 D      C      G
আজ বলতে পারি পুরো নির্বেঘে
 D      C      G
তুমি সবচে জীবনে বড়ো ভুল আমার
 D      C      G
ঘৃণা করতে গিয়েও করিনা শেষে,
 D      C      G
যেন তুমি তুমি প্রাপ্যনা ঘৃণারো,
 D      C      G
আর নাহি লুকালে গভীর জলে,
    D       C G
আর নাহি লুকালে গভীর জলে,
  D        C      G
নিজের জালে নিজে ফেসে কী আমায়?
    D     C       G
দেখাতে চাও তুমি কতো নিকৃষ্ট?
   D     C      G
কতো মিছে করে গেছ অভিনয়
 D       C      G
গত রাতে ছিলে ঘরে, বলে দিয়েই
   D        C      G     D C
ভেবোনা আমি বুঝিনা, ছিলে কই
     G       D      C     G      D C
বলো এমন কী কখনও পারিনি দিতে তোমায়?
     G       D      C     G      D C
আদৌ জানতে যদি কতো ভালবেসেছি তোমায়
    

Source: https://tabs.ultimate-guitar.com/tab/popeye_bangladesh/tikto_shotto_chords_2466568

More songs by Popeye (Bangladesh)