Lyrink logo

James - Tobey Bondhu Nouka Bherao

Chord diagram for G
Chord diagram for C
Chord diagram for D
Chord diagram for Am
      144 bpm

G C D Am G

C                      G
তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার?
C                      G
তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা?
G Am                G
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
G Am                G
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ জ্বালা।২

C                      G
ওরে কে আছে মুক্ত জীবন নিয়ে ছন্নছাড়া-
C                      G
আপনাকে ভালোবেসে আপনদেশে ঠিকানাহারা?
G Am                G
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
G Am                G
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।
C                      G
যদি বুঝতে না চাও এই বুকের ভেতর কতো যন্ত্রণা
C                      G
যদি দেখতে না চাও এই ছলনার ভীড়ে হারানো প্রেম
G Am                G
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
G Am                G
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।

C        G
প্রিয়তমা হারা কেউ কি আছো?
C                    G
মা-হারা বাবা-হারা সন্তান-হারা কেউ কি আছো?
G Am                G
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
G Am                G
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।

C        G
ঠিকানাবিহীন ঠিকানার খুঁজে-
C        G
যদি পেতে চাও ভালোবাসা এসো আমার কাছে
G Am                G
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
G Am                G
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।

C                      G
তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার?
C                      G
তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা?
G Am                G
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
G Am                G
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।
    

Source: https://tabs.ultimate-guitar.com/tab/james/tobey_bondhu_nouka_bherao_chords_2316101

More songs by James